Saturday, August 2, 2025

নির্বাচনের প্রস্তুতির কোনো বার্তা নেই: সেনাবাহিনী

আরও পড়ুন

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো বার্তা বা নির্দেশনা সেনাবাহিনী পায়নি।এ নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, তবে এটুকু বলব যে আমাদের একটা প্রস্তুতি আছে। আমরা যখন সরকারিভাবে নির্দেশ পাবো তখনই আমরা পরিকল্পনা করব যে কতটুকু ফোর্স আমরা নির্বাচনের সময় মাঠে নামাতে পারব।’

আরও পড়ুনঃ  তেলাপিয়া মাছকে কেন জান্নাতি বলা হয়? নতুন তথ্য দিল বিজ্ঞানীরা

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই একটা বিপজ্জনক অবস্থা পার করছি, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিত সহযোগিতা দরকার।’

সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলো।

গত ২৬ জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘আগামী ৪-৫দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করার আশ্বাস দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেওয়া হবে না।’

আরও পড়ুনঃ  তাঁতী দল নেতার বাড়িতে ৭ মাস ধরে লুকিয়ে উপজেলা আ.লীগ সভাপতি

৪–৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস প্রধান উপদেষ্টার: মোস্তফা জামাল৪–৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস প্রধান উপদেষ্টার: মোস্তফা জামাল
সংবাদ সম্মেলনে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে কয়েকজন নিহতের বিষয়েও কথা বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ‘কেবল জীবন বাঁচাতেই গোপালগঞ্জে নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী। একক কোনো দলকে নিরাপত্তা দেওয়া হয়নি।’

আরও পড়ুনঃ  লোকালয়ে ঢুকে পড়েছে তিস্তার পানি

ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন্সের ডিরেক্টর ব্রিগেডিয়ার নাজিমুদ্দৌলা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের পর মরদেহ গুমের অভিযোগ উড়িয়ে দেন। ওই দুর্ঘটনার পর যারা সাহায্য না করে ভিডিও করেছে, রিকশা চালকদের অতিরিক্ত ভাড়া নেওয়া, রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড় করার নিন্দা জানান তিনি।

এছাড়া ব্রিফিংয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়ে নানা তথ্য দেওয়া হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ